অধ্যায়: ০১
সেট-ক:
নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখ :
আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি। আমরা বাংলাদেশের বাঙালি। তার মানে- বাঙালি আরও কোথাও আছে নাকি? নিশ্চয় আছে। আমাদের একেবারে পাশে-ধর, তুমি চট্টগ্রাম বা সিলেটগামী ট্রেনে চেপে আখাউড়া বেড়াতে গেলে। এই আখাউড়া স্টেশন থেকে নেমে চার/পাঁচ কিলোমিটার পথ পেরুলেই পেয়ে যাবে সীমান্ত, অর্থাৎ যেখানটায় বাংলাদেশ আর ভারতের সীমানা দু-দিক থেকে এসে মিলেছে। ঐ সীমান্তের ওপারেই ভারতে ত্রিপুরা রাজ্য। ত্রিপুরার লোকজনও বাঙালি, সকলেই বাংলায় কথা বলে। তুমি যদি পার্বত্য চট্টগ্রামে যাও, দেখতে পাবে আরও নানা ধরনের মানুষের বসবাস সেখানে। তারা নিজ নিজ ভাষায় কথা বলে।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ :
(i) আমরা কোন দেশে জন্মেছিল?
(ক) পূর্ব পাকিস্তানে (খ) ভারতে
(গ) বাংলাদেশে (ঘ) পশ্চিম পাকিস্তানে
(ii) আমরা বাংলাদেশের--------।
(ক) মানুষ (খ) বাঙালি
(গ) অধিবাসী (ঘ) সবগুলো
(iii) আখাউড়া স্টেশন থেকে কত কিলোমিটার পেরুলেই সীমান্ত?
(ক) দুই/তিন (খ) তিন/চার
(গ) পাঁচ/ছয় (ঘ) চার/পাঁচ
(iv) অনুচ্ছেদে উল্লিখিত সীমান্তের ওপরেই কোন রাজ্য?
(ক) ত্রিপুরা (খ) আসাম
(গ) নাটোর (ঘ) নায়াগ্রা
(v) ত্রিপুরার লোকজন জাতিতে কী?
(ক) হিন্দু (খ) আসাম
(গ) বাঙালি (ঘ) ত্রিপুরা
২। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখ:
সৌভাগ্য, বাঙালি, সীমান্ত, সীমানা, নিশ্চয়।