২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপগত ২৮ জানুয়ারি ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো  নম্বর বিভাজন চূড়ান্ত করেছে
প্রতি বিষয়ে যোগ্যতাভিত্তিক প্রশ্ন হবে ৬৫এবং গতানুগতিক (Traditional) ধারার প্রশ্ন হবে ৩৫% শিক্ষার্থী  শিক্ষকদের জন্য প্রশ্নের কাঠামো  নম্বর বিভাজনটি ছাপা হলো

পূর্ণমান১০০
সময় ঘণ্টা ৩০ মিনিট
প্রদত্ত অনুচ্ছেদকবিতা/ছড়া (পাঠ্যবই থেকেপড়ে    নম্বর প্রশ্নের উত্তর লেখো
বহুনির্বাচনি প্রশ্ন (৫টি
প্রশ্নের উত্তর লেখো (৩টি++
শব্দার্থ লেখো (৫টি
অনুচ্ছেদকবিতাংশের মূলভাব লেখো 


প্রদত্ত অনুচ্ছেদকবিতাংশ (পাঠ্যবইবহির্ভূতপড়ে    ক্রমিক নম্বর প্রশ্নের উত্তর লেখো
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো (যোগ্যতাভিত্তিক ৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে× = 
প্রদত্ত শব্দের অর্থ বুঝে শূন্যস্থান পূরণ করো (যোগ্যতাভিত্তিক ৫টি শূন্যস্থান থাকবে× = 
অনুচ্ছেদ পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখো/বুঝিয়ে লেখো (যোগ্যতাভিত্তিক ৩টি প্রশ্ন থাকবে প্রতিটির উত্তর লিখতে হবে× = ১৫

যুক্তবর্ণ বিভাজন  বাক্যের প্রয়োগ [যোগ্যতাভিত্তিক× = ১০
প্রদত্ত অনুচ্ছেদে যথাযথ বিরাম চিহ্ন ব্যবহার 
১০এক কথায় প্রকাশ (৫টি)/ ক্রিয়াপদের চলিত রূপ লেখো (৫টি) [যোগ্যতাভিত্তিক
১১বিপরীত শব্দ (৫টি)/ সমার্থক শব্দ লেখো (৫টি) [যোগ্যতাভিত্তিক

১২কবিতার চরণ সাজিয়ে লেখো এবং কবিতাকবির নাম  প্রশ্নোত্তর লেখো ১০
কবিতার চরণগুলো সাজিয়ে লেখা
কবিতাংশটুকু কোন কবিতার অংশ
কবিতাটির কবির নাম
কবিতাংশ থেকে প্রশ্ন (১টি)—

১৩ফরম পূরণকরণ [যোগ্যতাভিত্তিক
১৪দরখাস্তচিঠি লেখো [যোগ্যতাভিত্তিক
১৫রচনা লেখো (৪টি রচনা দেওয়া থাকবে এর মধ্যে ১টির উত্তর লিখতে হবে ইঙ্গিত দেওয়া থাকবে উত্তর ২০০ শব্দের মধ্যে হবে) [যোগ্যতাভিত্তিক১০



Related Posts