রসায়ন বিজ্হান * নবম-দশম শ্রেণির

রসায়ন বিজ্হান
নবম*দশম শ্রেণির
---------------------------- প্রথম অধ্যায় ----------------------------
নিচে কিছু বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হল: ----------------------------
১। প্রক্রিয়াজাত খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে নিচের কোন পদার্থটি ব্যবহৃত হয়?
 (ক) প্রিজারভেটিভস            (খ) ভিনেগার               (গ) ইথিলিন               (ঘ) অ্যাসিটিন
 ২। নিচের কোনটি অজৈব যৌগ?
(ক) পানি                          (খ) শ্বেতসার                 (গ) আমিষ                (ঘ) চর্বি
৩। জীবনের জন্য বিজ্ঞান বলা হয় কাকে?
(ক) পদার্থ                          (খ) রসায়ন                 (গ) জীববিজ্ঞান          (ঘ) প্রাণীবিজ্ঞান
৪। মোম হলো-
(ক) নাইট্রোজেন যৌগ (খ) কার্বনের যৌগ (গ) হাইড্রোজেন যৌগ (ঘ) কার্বন ও হাইড্রোজেনের যৌগ
৫। রসায়ন চর্চা শুরু হয় কখন থেকে?
(ক) কয়েক শতাব্দী থেকে (খ) কয়েক যুগ থেকে (গ) কয়েক সহস্রাব্দী থেকে(ঘ) কয়েক বছর থেকে
৬। প্রায় ৫০০০ বছর পূর্বে কাপড়কে আকর্ষণীয় করে তুলতে রঙের ব্যবহার শুরু হয়-
(ক) আরবে (খ) ভারতবর্ষে (গ) মিসরে (ঘ) গ্রিসে
৭। কাপড়কে আকর্ষণীয় করে তুলতে ভারতবর্ষে রংয়ের ব্যবহার শুরু হয়েছিল-
(ক) ২৬০০ বছর পূর্বে (খ) ৫০০০ বছর পূর্বে (গ) ২৬০ বছর পূর্বে (ঘ) ৫০০ বছর পূর্বে
৮। নিচের কোনটি অভিজাত ও মূল্যবান ধাতু?
(ক) সীসা (খ) লোহা (গ) স্বর্ণ (ঘ) দস্তা
৯। খ্রিস্টপূর্ব ২৬০০ বছর পূর্বে মিসরীয়রা খনি থেকে মূল্যবান ধাতু আহরণ করেন?
(ক) সীসা (খ) প্লাটিনাম (গ) রূপা (ঘ) স্বর্ণ
১০। প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা কী নামে পরিচিত?
 (ক) আল-কেমী (খ) আল-কেমিয়া (গ) আল-ক্যামিস্ট্রি (ঘ) অল-কিমিয়া
১১। ‘আল-কেমী’ কোন জাতীয় শব্দ-
(ক) মিসরীয় (খ) উর্দু (গ) আরবি (ঘ) ইংরেজী
১২। ‘আল-কিমিয়া’ দ্বারা বুঝানো হতো-
 (ক) আরবীয় সভ্যতাকে (খ) মিসরীয় সভ্যতাকে (গ) ভারতীয় সভ্যতাকে (ঘ) ইংরেজ সভ্যতাকে
১৩। কোন প্রক্রিয়ায় কাচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করে?
(ক) ভৌত প্রক্রিয়ায় (খ) রাসায়নিক প্রক্রিয়ায় (গ) জৈব রাসায়নিক প্রক্রিয়ায় (ঘ) ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায়
১৪। লোহার মরিচা পড়ে নিচের কোনটির উপস্থিতিতে?
(ক) অক্সিজেন (খ) হাইড্রোজেন (গ) হাইড্রোক্সাইড (ঘ) জলীয় বাষ্প

Related Posts

First